ধনী ও গরীবের সংসার
এ দৃশ্য ভাল না- ধনী মগডালে !
না খবর, ওরা যে বাসিন্দা নীচুতলার  
গরীব চাপে পড়ে অবস্থা- বেহালে ।

এত তফাৎ বলেন নি কোন বিধাতায় !
কি কারণ এ মহাফাটল- ভেদ ?
নীতির বিশ্লেষণ দেখি না সেথায় ,
বোধে স্পর্শ করে না সে কষ্ট- ক্লেদ ।


যদিও বিশেষ এ কথা ভাবায়
খালি পেটে, খালি পায় চিৎকার
গরীব স্লোগান তোলে রাস্তায় ;
আন্দোলনে , ফেরে ভাগ্য সবার ।


ধনী তারা আরো আগে বাড়ে ,
নীতির বলে, আরো সুযোগ কাড়ে
বর্গের ধর্ম , জানা দরকার ,
কার পৃষ্ঠপোষক দেশ, পাহারাদার ?


(০৬-০৫-২০২৩)