বিচার বায়ুসম মুক্ত, স্বাধীন বিচরণ
সখ্যতায় কারো সে করে নি বারণ ,
বিচারে কাউকে বেঁধে রাখে নাই
সবে স্বাধীন, বাজাক ঢাক বা সানাই ।


অনুশাসনে থাকে যদিও বরকন্দাজ
চাহিদায় যেন ভিন্নতা শব্দ আন্দাজ ,
তবু এক দেখা, অশোভনীয় মাতম
কষ্টের তড়পন, জীবনে যে হরদম ।


সুখ শুধু একটাই, আস্থায় সুদিন
পাথর থাকে না কঠোর ও কঠিন
যদি বিশ্বাসে, সহিষ্ণুতা সমীচীন ,
বোধে একাঙ্গি বিচার, চৈতন্য ক্ষীণ  ।
আজ না বুঝুক, আসবে সুদিন
হবে কু্ন্ঠিত নিজ ভাবনারা সমীচীন ।


(১৩-০৫-২০২৩)
সানাই > সাহনাই । বরকন্দাজ > পাহারাদার । তড়পন > ছটফটানি । হরদম > সবসময় ।