প্রয়োজন তাগিদে সমাজ হয় সৃষ্টি ,
ভালতে ও অপগুণ, স্বার্থতে উৎপন্ন
যেমন ফসল মাঠে আসে কীট-পতঙ্গ ,
সহজে লাভ অর্জিতে, স্বার্থীর শ্বেনদৃষ্টি ।


বলবান বুদ্ধিবলে শোষণের জাল বোনে
সৃষ্টি হয় জমিদার, সামন্তী-রাজা,-ভূবনে ,
তারই আরো বড় রূপ ,সম্রাট-বাদশা
আরো পরে রূপ নেয় পুঁজিবাদী- খাসা ।


ছাপোষার জীবন চলে ধর্ম নিয়ে আশা  
ধুকতে থাকে মানবতা ও ভালোবাসা ।
অনেক জটিল প্রশ্ন ! উত্তর খোঁজায় বিপদ !
ঈশ্বর প্রদত্ত বলে সবই প্রচারিত সংবাদ ,
গণ্ডিবদ্ধ জীবন ! হাতপা ছুঁড়লে মরণ
জানি না ! কতকাল রবে এ ধারা চলন !
আশার মোহপাশে জীবনে আজ বাঁচা ,
ধুকধুকে প্রাণপাখী, না সতেজ- তাজা ।


(১৬-০৫-২০২৩)