যার খাই তারই দুর্ণাম গাই
হৃদয়ে ধারণ মিশ্রির ছুরি
ভাবি এটাই উন্নতির সোপান
মন উৎফুল্লে বাজি-তুবুড়ি ।


স্বার্থীকে দেখে সরলের শেখা
অপগুণাদর ,সমাজে দেখা
দুর্বল ভাবে এমনি হয় যুগধারা
বোধহীনতার এ অধমের সাড়া ।


স্বভাবহীনতা ব্যাধি-আদিখ্যেতা
অবোধ হয়েও গড়ে রাজনেতা ,
আরো যদি হয় ছলে পাগলপারা ,
মানবতার 'ম'ও ভোলে তারা ।


একটাই মানদণ্ড ধর্মের খুঁটি
বড় উপকারী হয় সে যষ্ঠি ,
যুগে যুগে অপগুণ করে সঙ্গ
ভাবে মহান, করে ধম্ম-ধম্ম ।


(১৮-০৫-২০২৩)