কিছু আছেন স্ব-আচরণের জননেতা
বাস্তব বিচারে ভরা- আদিখ্যেতা ,
আর্ত জনের আগ্রহী মুখমণ্ডল দেখে
ভাষণ দেন বিস্তারে কথা না মেপে ।
ভাষণে সচেষ্ট ,ভোট জমি হয় তৈরী
বাহ ! বাহ ! রব ওঠে,কত আহামরি !!


এ ব্যাধি, পদে থাকা অব্দি, মান্যতে আচরণ -
ভুয়ো, শুনেও নেতারে ,ভালবাসে জনগণ ।
তারা মাপে ভাগ্যজয়ের সময় ,
ফাঁকতালে নেতার হয় জয় জয় ।


সংক্ষেপ ভাষণে নেতা হন অসফল
তাই বগলে- ধারণ শীতল জলের-বতল ,
যা মনে আসে , বলে যান অনর্গল
শোভে জনতায় ঔজ্জ্বল্য ভরা মুখমণ্ডল  ।


(১৪-০৮-২০২৩)