গাভীটা মাঠে হাম্বা-হাম্বা ডাকে ,
কী খোঁজে ,কার করে স্মরণ ?
সরল মন , তারও আছে মায়ায় ভরা চিন্তন ,
ডেকে ডেকে হয় কাতর, -সে গোবেচারা ,
বাচ্চার প্রতি নাড়ির টান, এমনি চেহারা ।
কত সেবা দানে ,তবু না কদর
তবু তার সমাজে মেলে না আদর ,
আগের পরিণতি, পাপপুণ্য অজানা
তবু কর্তব্যে রত সদা শোষণপনা ।


গাভীর মনে আজ অশুভ ভাবনা
সন্ধ্যার আকাশে কালোমেঘে ভরা -
সে গাভী অভাগী, বাছুর হারা
হাম্বা হাম্বা ডেকে ডেকে হয় সারা ,
কে দেবে তারে প্রবোধ সান্ত্বনা-!


(২৩--০৮-২০২৩)