প্রেয়সী রূপসী বেগমকে রাখতে অমরত্বে ধ্যান
সে গৌরব চিন্তায় প্রেমীপুরুষ সাহাজাহান ;
তিনি ভাবেন জীবনে প্রেমই সার কথা
এ নিয়ে প্রেমগাথা মহাকাব্য লেখা বৃথা ।
উপায় নেন সংক্ষেপে, পথটি খোঁজা-সরল
সৃষ্টি করেন স্মৃতিসৌধ, বিশ্বখ্যাত তাজমহল !


এ দিকে বিস্তারে ভোটজমি না চষে
শাসক সর্বশ্রেষ্ঠ পন্থা নেন অবশেষে ,
অযোধ্যায় পুনঃ জীবিত হবে প্রভু রাম -
আস্থায় অহরহঃ জপবে সবে রাম নাম ।
না বলাই শ্রেয় সমস্যা নিয়ে যতেক ভাষণ -
আস্থা নিয়ে কেন্দ্রিত করা মনঃঅন্তকরণ ,
ভেটদানে আগ্রহী হবেন জনতা, আমরণ ।


(১০-০৮-২০২৩)