আবদ্ধ আপন বোধে, সাধু -বুদ্ধিমান
পাকসাফে ভরে যতো গুণশ্রেষ্ঠ মান -
সর্বক্ষণ সুচারু ধর্মারাধনায় গর্বের বুক ,
মহতী আচরণ ভরে, কত যে ভাবুক ।


তবু বিধর্মী নাস্তিক, অকথ্য শ্রীমুখে গালি
কে দিয়েছে এ অধিকার পরনিন্দায় ?
প্রভু হতভম্ব ঠুঁটোজগন্নাথ-- অসহায়
তিনি কী দেখছেন খেলা আঁখমিচুলী !


জ্ঞানে সহস্র বর্ষের খড়কুটো পুড়িয়ে
আশ্চর্য !আজ মানুষ কোন পথে চলে ?
বোঝা না বোঝার দ্বন্দ্ব, গুণ আচরণ
মায়ায় আবদ্ধ মানবকুল মোহজালে ,
দিন প্রতিদিন ধরায় বাড়ছে মহারণ
আগে কী হবে পরিণাম এ ভুঁইয়ে !


আচরণে দেখাদেথি পরস্পর শেখে -
দুঃখ !ভালটা নেয় না অসীম শোকে ।
'করোনা' কী দিল কালে মানব শিক্ষা ?
সে সময় আস্থায় মেলে নি প্রাণ ভিক্ষা ,
গর্ব,-হামবড়া ভাব, বিশ্বের বিশৃঙ্খল ;
বিশ্রী হানাহানি, মানব ডুবছে অতল ।


(২৭--০৮-২০২৩)