পুঁজিবাদের কিবা দোষ ?
কেহ যদি হতে চায় বুনোমোষ !
পুঁজিবাদ ক্ষণিক সুখের ছলনায় ধনী ,
শিশু ভুলানো ব্যবহারিক খনি ।


তাই তো দেখা আজ সভ্য সমাজ
তরতাজা প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা
তার উদ্দেশ্যই এমনি কর্ম-কাজ ,
সূক্ষ্মসুচারু ষড়যন্ত্রে সদা তার চলা ।


দেশে ভরে জুয়ার আড্ডা
চরস গাঁজা- আফিং -হেরোইন
পতীতালয়, কত ধর্মীয় পাণ্ডা  
অহরহঃ সুরতোলে লোকপ্রিয় বীণ ।


সাধারণ বলে, করে এত তপজপ ,
ফল দেখি শুষ্ক -তিমির ;
এদিকে ধনাঢ্যের অপকর্মেও সম্ভব
ফুলে ফেঁপে আজ কুমীর !


(০৫-০৯-২০২৩)