অজানা-কোথায় কি ব্যবহারে শোভা পায় ,
ভাবনারা হ্রাস, হয়নি সমগ্র বিকাশ ;
কামার লোহা গরম করে পিটিয়ে পিটিয়ে
নিয়ে আসে তার রুচির আসল ধারায় ।


দক্ষতায় রাষ্ট্র পরিচালনায়
পড়শী কত যে উপকারী আর তার কত দরকার ,
এসব ছেড় একমাত্র ভরসা নির্জীব কাঁটাতার !
মূল সমস্যা শিকেয় তুলে
কার প্ররোচনায় দমভরে, অস্ত্র সম্ভার !
যোগাড়ে তাও , মানতাধর্ম ভুলে ।


বর্বরযুগে চলত এ যুদ্ধধারা
তবে কি না, অধিক জনশোষণে  
এ যুগেও কী ফিরছে তার চেহারা ?
ধর্মান্ধ জ্ঞান, অজ্ঞানতা ভাব
পরিণাম করবে না মাপ ।


প্রবোধে আসে না ন্যায়োচিত বিচার
শাসক গদগদ শুনে নিজ বাহাদুরীর খবর ।
তবু ছা পোষারা গর্ব করে ,পেয়ে এ সমাচার !
আল্হাদে ডিকবাজি খায় না বুঝেও উত্তর ।


(১৮-০৮-২০২৩)