তাঁরা চেয়ে ছিল, সুখদ হোক পৃথিবী
মানবে থাকবে বোধে- অমূল্য গুণনিধি ;
হ’ল না, হ’ল না ! বোঝা না বোঝার দ্বন্দ্বে ,
উপকারীর বড় দুর্দশা ভূত চাপে স্কন্ধে ।


স্বার্থীর বোধের আছে, বিচিত্র চিন্তন
সদিচ্ছার স্বভাবগুণ যেন কার্পণ্য মন !
সেবায় অকাতরে প্রাণত্যাগে কত-মহাত্মা ,
তাঁরা শুধু পেল ঘৃণা আর যাতনা ।


হয়নি সময় এখনো সুপ্রভাতের
না প্রজ্জ্বলিত জ্ঞানদীপ আজ শিয়রে ;
দৈত্যের হাকডাক মনে লাগে ভয়ে তাক ,
ঘেরা দুঃস্বপ্ন ভরা কুজ্ঝটিকা !


আর কত কাল এ ধারা বইবে
সময়ের গঞ্জনা আর কত সইবে ?
উপায় মিলি নাই পরিত্রাণে সুপথ-
বোঝা না বোঝায় ফারাক অগাধ ।


(১৯-০৮-২০২৩)