জ্ঞানবোধে কুঠারাঘাত, ভরা বিজ্ঞাপন ,
নিম্নগামী দিশা পায় মনুষ্য মন- জীবন ।
মনে বশ্যতা ভরা বিচার গড়ে- অনুক্ষণ
নেই কী কোন উপায় এর নিস্তারণ ?


আরাধনার ফাঁকে মনে ভরা ভাব থাকে ,
উপশমে ভক্তিভরে আস্থারে ডেকে ।
কার কত হয় মঙ্গল অজানা সে আরাধনায় !
প্রশ্নকে বন্ধক রেখে- খিলএঁটে মনঃ দরজায় ।
না থাকলেও ঘরে রোজের মুঠিভর খাবার
জীবন প্রসন্ন,- অযুত সন্তুষ্টি মনে সবার ।


এই তো জীবন, হাকডাক- সোচ্চার
ফাঁকে স্বার্থ খোঁজা, যে যার আপনার ।
বিস্তারে জ্ঞানজ্যোতি, চাই কর্মে গতি
আগ্রহ, সর্বাগ্রে ফিরুক সৎ মতি ।


ফাঁক ফোকরে সাবলীলায় হাতি চলে যায়
বিপদ ঘনালে- পুঁছও আটকায় !


(১৪-০৮-২০২৩)