জীবনটা এক মহাঘূর্ণন চক্র
সারা জীবন ঘুরে ফিরে দেহ মনের
শেষ পরিণতি হয় কুব্জ-বক্র !
সবে শিশুকে কত ভালোবাসে
তার হাসিতে কত কত সোহাগে হাসে ।


শেষ জীবনটা অকাজের জঞ্জাল
গাত্রদাহ , সময় ঘনায়, ফেলার পাত্র ,
শুধু তার শেষ পরিণামে নাকাল ;
অহরহঃ সকলে উদগ্রীব, প্রার্থনা মাত্র -
কবে দূর হবে এ কষ্টদায়ক ভেজাল ?
না আসে হাসি ! রংতামাশা ,
সদা আরাধনায় রত ,
জীবনটা মহাশূন্যে লীনের আশা ।


উঠতি বয়স,  কর্কশ মেজাজ ,
মাথায় পরে থাকে, অহমিকার তাজ !
সে ঘুঁটে পুড়লে গোবর হাসে
বোঝা না বোঝার সব দ্বন্দ খেলাটা- প্রকাশ্যে ।


(১৮-০৮-২০২৩)