ওরা মালিকের অধীনে বন্ধক শ্রমিক
দাহিক শ্রম-ই পুঁজি ;কার্যতঃ সঠিক ,
এ সুযোগ নিয়ে মালিক ভরে তিজোরি
পেটের ক্ষুধা, জীবনচক্র
বয়ে বয়ে ভিক্ষার পাত্র ,
দুঃখের সহচারী, জীবনে বাঁচা, না হারি ।


বিজ্ঞ বলেন , ‘কর তপজপ
সামনে দেখ, সুখ অগাধ -!
মাছিরা কী বেঁচে থাকে না ?
ডিম পেড়ে ছা-বাচ্চায় আনন্দে আঠখানা’ ।


এই তো সমাজে সব কথার সার
মাতব্বারি চলছে মোড়লের অপার ,
অযোধ্যায় ভরা আজ আলোর রশ্মি -
সর্বতীর্থ পরাস্ত- আজ গয়া-কাশী ।


(১৮-০৮-২০২৩)
তিজোরি > সিন্দুক ।