“ও-রে মনুর ভাই ,
সবার উপরে মানুষ সত্য
তার উপরে নাই ।”
ও-রে মনুর ভাই
সবার উপরে বোধ-ই শক্তি
তার উপরে নাই ।


ভাই রে ভাই
বিপদ কালে কাছে পেতে
তারে , দেখা পেতে চাই ।
জীবিত বাঁচা একা
ঘনঘোর সে সঙ্কট মাঝে
বুদ্ধিটি চাই পাকা ,
আস্থার মাঝে গুজব
সে, দুয়ারে নাড়ে কড়া
সাবধান হরসম্ভব ,
বাঁচিয়ে চলো ফাঁড়া ।


বিপদে মানুষই থাকে কাছে
অন্য দৈব আশা
ভূঁয়ো চিন্তা, সে আসে না কাজে
এ শুধু মনের একটু সান্ত্বনা খাসা ;
মন যে বড়ো হীরা
বোধের গুণে জীবন
হিসাব নিকাশ সবই হয় সারা ।


(ইং-০৪-০৪-২০২০)