ঘুড়ি ওড়ে আকাশে
নিজে ওড়ে না -কেহ উড়ায় -
তার জন্য হাওয়া ,সুতো ,লাটাই
আর দক্ষ হাত চাই ।


বিনে সুতোয় মানুষও কিন্তু ওড়ে হাওয়ায় !
হাওয়া ,সাথে সে ছলনা অদ্ভূত-কায়দায়
দক্ষের কাজ , নানান ভাবে মানুষ উড়ায় ,
ভোলামন কত, শক্ত করে খুঁটি ধরে থাকে
মানায় না ! ফুড়ুৎ করে উড়ে যায় এক ফাঁকে ।


জীবন এক রংঙ্গ , কেউ প্রেমে মাতঙ্গ
নানা স্বপ্ন দেখে, উড়তে পারলে হয় ধন্য ।
অসহায় রাস্তার পাগলটাও ওড়ে
সে সারা দিন আহার খোঁজে নড়েচড়ে ,
যার ঘরে অঢেল সে আরো চায় জল-তেল ।
ফেল করে সে কাঁদে-- ক্ষণকাল
ভুলে অতীত কষ্ট-যন্ত্রণা - সে দুর্দিন খেয়াল
উড়তে থাকে জীবনে, চায় সামনে রঙিন সকাল ।


(০৩-০১-২০২৩)