আপনি কী বলতে চান
নিজেকে ভাবা বড়ো বুদ্ধিমান ?
তাই যদি অকাট্য সত্য হবে
কেন এত ধ্বংসলীলা- ভবে ?


কাজে মাত্র সম্পদ আহরণ
তায় হতদরিদ্র নির্মম শোষণ ,
সময় পেলেই কর্মে ফাঁকি,
মানুষের দ্বারা ধরার দশা এ কি !
চেয়ে দেখুন একবার সে পাখী
ছটফটানি জুড়ে সারাটা-চঞ্চল,
সবুজ উজাড়, পত্রহীন তরুশাখী ,
নিজ ধ্বংসে মানুষে ভরা চালাকি ।


কেবল মানুষই মানে ঐশ্বরিক প্রথা
অন্য প্রাণী-জীব তার ধর্মে-সততা
মানুষ পোষে আপসে শত্রুতা ,
এটা কি আচার ? বুদ্ধিমান না মূর্খতা ।


(০৬-০১-২০২২)