নিঃস্ব হাত, জমিজমা নাই
ভাড়া ঘরে জীবন-সংসার
শ্রমে, দিন আনা দিন খাই ,
না জানা নিয়ম ব্যবসার
না নগদ-ধন, হাতে তার ।
আছে এক ডিগ্রি পড়ার
কাজে বলে, নেই দরকার ,
এখন বাঁচার আর কি উপায়
কে ভাববে ? সে ধর্মাবতার ।

কষ্ট-জ্বালা প্রতি ঘরে ঘরে
একটু অন্যায় কারো- হলে -
পুলিশ ঠ্যাঙায় জুত করে ,
তাঁরাও কর্তব্য যায় ভুলে ।

উঠতে বসতে শোন কথা
সে, কত না ভবে অযোগ্য
পদে পদে অপমান ধরে
আর কতকাল যাতনা সহ্য ?

মন ভুলানোর ধর্ম কথা
আস্থার ঘরে বসে সাধু
বলে উপায়, কৃচ্ছ্র সাধনে ,
আছে কি এমন সত্য যাদু ?

সমস্যা নিদানের উপায় ধরে
কত কত আজ ভূবন জুড়ে
নিত্য নব বিচার ঘনায়
উঠছে আকাশ পাতাল ফুঁড়ে ।
ঠগেক তীরে বিদ্ধ কত
চারিদিকে তার হাহাকার
এও এক বিষাক্ত ফাঁদ
বহুর জীবন হয় ছারখার ।

নেতার মতি সুমতি না হলে
চারিদিকে ঘনায় অন্ধকার ,
তাঁরাও দুষ্কর্মে কম যায় না -
শেষ আশাও হয় উজাড় ।

(০২-০৮-২০২২)