এ কি চলমান নীতির ভাঙন !
নব নব চেতনার উদভাস,
কে দেব উত্তর সততায় ?
শিশু, সেও ডিজিটলে শেখে হেথায় ,
তার মনে কোন জাগে কী বিষ্ময় ?
নীতি-নদীরকূল ভাঙে- না- গড়ে
কে দেবে সঠিক জবাব ?
যুগধারা আজ দ্রুত বদলায় ।


পালটায়, ব্যবহারিক চরিত্র স্বভাব ,
বৃদ্ধাশ্রম গড়ে জোর কদমে
রোখার নেই কো তার নাম -
কোমল হৃদয়ে মায়া মমতা আছড়ে পড়ে
সাক্ষাৎ দর্শন, ক্ষয়-হ্রাস হয় দাম ।


কোনটা ঠিক, কোনটা বেঠিক, কানা মাছি জীবন
একাধারে প্রাচুর্য-জৌলুস, সুখের বৃন্দাবন ,
অপরধারা চরম অভাব ,দুর্দিন-নির্যাতন !
কে দেবে জবাব ?
শূন্য প্রবোধ , উতলা সে মন ।


(১০-১০-২০২২)