সময়ে একত্র, বাঁচার সব যোগসূত্র ,
গেঁথে কাব্যাকারে, ছড়াব তা’ সর্বত্র ;
আপ্রাণ করব পূর্ণ, লিখে দিবারাত্র
সাধ্যমত জীবনপণ ন্যায়ধর্মে মাত্র ।


আগ্রহী সহস্র জনার পূতঃ শুভমতি ,
আশাজাগে মনুষ্যকূলে শুভসদগতি ;
নবজ্যোতি প্রজ্জ্বলিত মানব ঘরেঘরে
নব আশা প্রস্ফূটিত হোক অন্তরে ।
আমি জানি এ কাজ একার তা’ নয়-
চাই অজস্র নিরলস সুকর্মঠ হৃদয় ,
চাহিদায় শতসহস্র আত্মচেতন ধারা -
প্রকৃত জনভাবনা, হবে পাগলপারা ৷


আমি লিখব ঐ জ্বালাময় প্রেমী মন ,
দুর্দিনে পাশে ভাসে যেন হয়ে আপন ৷
নীচুতা আচরণ , ব্যবহারে কদাচার -
সময়ের সাথে ত্যাজ্য হোক-অহংকার ৷


(ইং-০১-০৭-২০১৭)