আমি লিখব কিছু- চিরনূতন
পুরাতনের মাঝে খুঁজিব রতন ,
মনোবাসনা সুদূর পথ পরিক্রমা -
উচ্ছ্বাস, নিরলস সম্মুখ গতিসমা ;
ইচ্ছুক ইচ্ছারা ভিন্নতা মতান্তরে ,
চাই প্রকাশিতে প্রাণ ভরে- তারে -  
উদ্বেলিত হউক মনঃ অন্তকরণ ,
পবিত্র কিরণ সম উজ্জ্বল আভরণ                      
অচিন পুরের কত কাব্য কথাকে ,
হোক প্রাঞ্জল, মধুর দীপ্তি আলোকে ৷


চাই উন্নততর নব-নব জ্ঞান চিন্তন -
কাকচেষ্ট, মুনিধ্যানী, কর্মঠ, মনন
প্রকটিতে ইচ্ছা-ভাব, বাস্তব ছাপ
রবে না ছল-কপট, মিছা হাবভাব ,
যুগাচারে ফলিত নব্য কাব্য গাঁথা ,
আপনত্ব স্বজন প্রীতি, ব্যথা-কথা ৷


(ইং-০১-০৭-২০১৭)