জনবল, মনোবল, বাহুবলে ভরা -
ধর্মকর্মে সবে সততায় আত্মহারা !
যদিও নির্লিপ্ত, হতাশে ভরা সর্বহারা -
তবু অশেষ করুণা গুণ ও ভাইচারা ৷
দেশে দীপান্বিত, কোটি জ্ঞানাভায় -
দেখি না কোন সংশয় আত্মগরিমায় ৷
জুঝারু দিশার্জুন লক্ষ্যভেদী ভ্রাতা ,
সহস্রতে পূর্ণ বাগপটু- আদর্শ নেতা !
খেলাধুলায় ত্যেজ উৎসাহী ভরপুর ,
তবু বিশ্বজয়ের স্বপ্ন অদেখা, বহুদূর !
করতে ক্ষত দূর ,আছে উৎসাহী প্রাণ
আছে ভক্তি কৌশল শক্তি বিদ্যমান  ।


বিশ্বে বিরাজিত উঁচু মোদের মাথা ,
আমি লিখব সে অতীত গৌরব গাঁথা ।
পুনঃ করব সচল, ভরব আত্মবল
জানাব বিশ্বে তার বাস্তব ধরাতল ৷


(ইং-০১-০৭-২০১৭)