হে মোর আপন মনোদরদী পাঠকগণ ,
আজি দুর্দিনে অন্তরে করি সশ্রদ্ধ স্মরণ ;
দূর করি অবকর, অফুরন্ত কুক্ষণ !
আমার কুড়িয়ে পাওয়া পরম রতন ৷


প্রফুল্ল হৃদয় আজ শুভ অন্তঃকরণ ,
চেনা জানায় কত না ভরিয়া স্বজন ;
আজি, ময়ূরের মত নাচে রে-মম মন
খুশীর বরষণে যেন সদা সর্বক্ষণ !


তোমরা দানো বল্ , মম চিরসম্বল -
ভরসা দানো সুসময়ে সুগভীর অতল ৷
তব প্রেমসুধা সুবাসিত, প্রাণঞ্জল ,
পুলকিত মম চিত্ত, সদা অচঞ্চল ৷


হে মোর প্রাণের পাঠক, কবি !
দীনের ঝুলিতে অকাতরে দানিয়াছ সবি ৷
“জঙ্গলমে মোর নাচা, কিসনে দেখা”?
পাঠক বিনে আমি যে ভারী শূন্য একা !


আমার একার তুচ্ছ হেথায় আগমন -
এ যেন একাকী “অরণ্যে রোদন” !
তোমরাই দানো মোরে বাঁচার ইন্ধন ,
তব দ্বারে প্রাণ ভরে পাই ভরণ-পোষণ ৷


তোমরাই দেখাও আঁধারে আলোর পথ -
সেই মত চলে এ গরীব রথ ,
সুপ্রভাতে মুখরিত করো শঙ্খধ্বনি
শুনিয়া জাগরণ, সে মঙ্গল ধ্বনি ;
সে দয়া অভয়া, গতি-দান জানি !
সেইমত সমানে রথখানি সামনে টানি ৷


প্রতিবার দেখাও সঠিক জ্ঞান দিশা –
তব আশিস জোগায় মম ভাষা -
মোহ্যমান হতাশায় ফেরাও ভরসা ,
চিত্তে জাগাও পাথেও আর অশেষ আশা-
প্রগাঢ় দানো, আমাতে, কাব্য নেশা ৷
আমি যাচি না! হতে প্রথিতযশা-  
চিরকাঙাল- চাই, অনন্ত তব ভালোবাসা ৷


(ইং-12-11-2016)