মানুষ সে বন্য না
সততাগুণ আছে রপ্ত-জানা
অন্তরাত্মা ,জাগরুকে শ্রেষ্ঠ বিবেক
তার অভিভাবক তারই আবেগ ।


কিছু অসতর্কতায়
ডেকে আনে পরাজয় ,
জড়-অজ্ঞতা আর মূঢ়তায়
মনুষ্যত্ব হয় নিজের হাতেই ক্ষয় ।


একই দিশা আস্থায়
দোষত্রুটি সুধরাতে চায় ,
গড়ে উঠেছে স্থান উপসনাগার
যদিও পীঠের রূপ অপার
ভিন্নতায় নানান প্রকার ।

(ইং-০৫-০৪-২০২০)