পুঁজিবাদী সমর্থক দেশ ভরে ভরমার
নীরবে অহরহঃ ঘটে সেথা অন্তর্ঘাত
ভুলে জন, ভুলপথ করে আত্মসাত্  
কার্যে দেশবাসীর চাই সুবোধ সবার ।

অকালে স্বাধীনতার পায়ে পড়ে বেড়ি
ধরে দুঃখ যাতনা ঘিরে তারে চারিধার
দেশ-জনতা পায় না পথ- প্রতিকার ,
আত্ম-গৌরব যায় ধূলোয় গড়াগড়ি ।

মিড়িয়ার আছে মস্তবড়ো এক ভূমিকা
কে কারে করে সময়ে পক্ষপাত্
অসম্ভব ! জানা-জ্ঞাত, সব সাক্ষাৎ
দেশ জাগে না বিনা সুতীব্র অহমিকা ।

(০৬-০৩-২০২২)