সত্যের সন্ধান ,      নিখাদ দিপ্তীমান ,
      তোমাতে মেলে যে সন্ধান ৷
ভবের ন্যায় অন্যায় , ক্রূর জয় পরাজয় ,
        বজায় রাখ তার সত্যমান ৷৷
অতীতের সব ব্যথা , ভরা কাহিনী কথা ,
         কষ্ট-বেদনার বর্ণলিপি ৷
সময়ে প্রয়োজনে , জানিতে মন টানে ,
        তায় সে ইতিহাস জপি ৷৷
হোক রূঢ় নীরস ,    অযশ রুক্ষ কর্কষ ,
        মননে সতেজ করে ধমনী ৷
জিজ্ঞাসু মনোধারা  ,  সক্ষম হই মোরা ,
       কতনা মেলে অদ্ভূত কাহিনী ৷৷
মনে ধরি না তিতিক্ষা , তবু নেব না শিক্ষা ,      
          নব-নব ঘটিত ঘটনা ৷


স্বভাবে আতুর ,       অপারক ভরপুর ,
         ইতিহাস হয় না জানা ৷৷
অবহেলা পরমার্থ , খুঁজি পদে-পদে স্বার্থ ,
          অতীতে দেই না মনন ৷
শিয়রে পরম ধন,    বৃথা খুঁজিছি রতন ,
          ঘাঁটি বন-বাদাড় কানন ৷৷
এ হেন দয়াময় ,      দূরে রাখি হেলায় ,
       সে যে পথপ্রদর্শক মানি না ৷
মিথ্যা কুপথ ধরে ,    সারা জীবন ভরে ,
        ভুগি অযথা কষ্ট বিড়ম্বনা  ৷৷


সে অঙ্গুলি ইশারায় , সত্য কত যে শেখায়,
         তবু অবচেতন কান মন ৷
নিয়ে ঝুটঝামেলা ,  অসহ্য দহন মেলা ,
         ইতিহাস করি না যতন ৷৷
অভিজ্ঞ, ভুগে শিখেছে , বহু কালিমা মেখেছে
         ধরায় জীবন্ত বিরাজে সদ্য ,
মাতামাতির এই ক্ষিতি, অজানা সব পরিস্থিতি
         ইতিহাসে আছে তা নথিবদ্ধ ।


         (ইং-১২-০৬-২০১৭)