বিভিন্ন বিচার ধারা,  ইতিহাস পাতায় তারা
         অসীম সমুদ্রসম-ব্যাপ্তি তার
কত জনস্রোত            প্লাবিত ওতপ্রোত
          ভরা সেথা অকূল অম্বার ।
পিছে ফেলা অতীত  প্রাচীন যতো পতিত
          একসাথে করো সমাহার ,
গচ্ছিত জুলুম, গুণ     বিশ্লেষণে গুণাগুণ
           হৃদয়ে গ্রহণে একাকার ।


গত সব ছলাকলা   ব্যাপক স্বার্থের খেলা
           ইতিহাস কভু ভোলে না ,
চালনীতে ছাঁটনি করা  চরিত্র চিত্রায়িত তারা
           সবল সুষ্ঠু সরল রচনা ।
জাগতিক ক্ষত ব্যথা    সব সমাবেশ হেথা
          কথা, অপূর্ব ধারায় গ্রথিত ,
মনুষ্য কর্ম খচিত     সেথা স্পষ্ট সমাগত
          তুমি যে ইতিহাস উন্নত ।


পতন ও অভ্যুদয়ো     রণে জয়-পরাজয়ঃ
          তব নিপুন রচনা সবি ,
ভরা বিশ্বব্রহ্মাণ্ড        অকুত অদ্ভূত কাণ্ড
         কর ধারণ ,ভরা পৃথিবী ।
সমাজের কালিমা     তব পাতায় জমা
         ভরা কলেবর ইতিহাস ,
বিৎভস কিম্ভূত রূপ,  ধর খুব আর খুব
         প্রকাশ নানাবিধ আভাস ।
কি নাই ইতিহাসে,  ধরার এই পরিবেশে
         তার মোছার উপায় নাই ,
বিরাট কলেবরে      সাজানো তিথি ধরে
         চাহিলে চাক্ষুষ দেখতে পাই ।


(ইং-১২-০৬-২০১৭)