অতীতে ছিলে সুপ্ত , অজানা আরো গুপ্ত ,
          হ’লে, কালে প্রকট-জাগ্রত ৷
ভবের আদিকালে , ছিলে কত না বেহালে !
           আজি প্রতিভাত, উদিত ৷৷


গত ঝরা শুষ্কপাতা ,অতীত ঘটনা কথা ,
          নীরবে সমাহিত ইতিহাস ;
নয় মিষ্ট মুখরোচক , পাঠে অমিল পাঠক ,
          দুর্বোধ্য ভাববোধে প্রকাশ ৷


যার-যেমন কাজে , আদিমে ছিল মজে ,
        রাখেনি মনেতে জনতায় ৷
স্মৃতিরা প্রায় মুছে, অদৃশ্য হয়ে  গেছে            
        পুনঃ আনা হোক চেতনায় ৷৷


মর্ম ভাষায় বলা ,আঁধারে আলো জ্বালা ,
         রতনে খচিত সব বাণী ৷
কত চিত্র-বিচিত্র ,     ভরা তব নথিপত্র ,
        গতধারা রেখেছ টানি ৷৷


পরাভব, উত্থান , প্রলয় খান-খান,
       পরতে-পরতে ভরো হৃদ্যে ৷
শান্ত, সুশীতল , ঝঞ্ঝা-ঝড় প্রবল ,
       সবই সংগৃহীত তব ভিতে ৷৷


(ইং-১২-০৬-২০১৭)