এ নীবর মহা সাগর     চাপা পড়া ভূধর
         বাঁধা তুফান যেন সসাগরা ,
সে বহির্বিশ্ব প্রাঙ্গনে      ঝঞ্ঝা ঝড় হানে
         প্রকট হলে তার চেতনারা ।
কি নাই ইতিহাসে      সজাগ সমৃদ্ধ বেশে
         পরতে পরতে জমা তার ,
গত ভুলের মাশুল ,    সদা প্রকাশে অতুল
     কার্যে লহো যত যার দরকার ।


ভবের মহান মান্য        চুচ্ছ অপয়া নগণ্য
        সব জড়ো তব কোঁখে ,
মুছে ভেদাভেদ       সেথা শূন্য প্রভেদ
         সমতারে ধারণ বুকে ।
জ্ঞানের সব ভিতে       থাক তুমি মেতে
         বাদ পড়ে না কেহ ,
তোমার আবার         বিশাল কলেবর
         ভারী ভরকম দেহ ।


অকাট্য প্রমাণ       তোমার অভিধান
         সাজিয়ে রেখেছ সযতনে ,
গত পুরাতন সাড়ার   দৃশ্যো পুনঃ বারবার
        পরমার্থ যোগাও ক্ষণে-ক্ষণে ।
তুমি শান্ত মৌন        ধ্যানমগ্ন ঋষি যেন
           জ্ঞানাভারে গম্ভীর ,
উদগারো মেলায়      ব্যাপক আশা,সংশয়
          মনোস্থির, প্রবুদ্ধ ধীর ।


(ইং-১২-০৬-২০১৭)
ভারী ভরকম দেহ  > বিশাল আকারের কলেবর ।