একত্রিত বিন্দু-বিন্দু    রচিছ অতীত সিন্ধু
          সসাগরা ব্রহ্মাণ্ড নিয়ে  ,
বাদের খাতায়          নাই স্থান হেথায়
        নত না মহাভারে নুয়ে ।
এসো এসো খল      ওগো চির প্রাঞ্জল
         সবে মন্থন করি একসাথ ,
তুচ্ছ, ক্ষুদ্র, অপবিত্র  অক্ষম অধম চরিত্র
         না ভেদাভেদ কোন জাত ।
কালের সে গতিকে  মসীতে মেখে-মেখে
            নব-নব রচনা রচো ,
অতীতের গহ্বরে      অন্ধকারের কবরে
          তুমি যে বেঁচে আছো ।


নিয়ে ধর্ম-অধর্ম        ইতিহাস বহে কর্ম
          সততঃ নিরলস গতিমান,
উদিলে শঙ্কট ক্ষণ   দেখা চতুর্দিকে ভাঙন
          এক কর স্বর্গ-মর্ত্য আসমান ।
অতীতের রাজা রানী,  নিশ্চিহ্ন তার কাহিনী
           ছাপা, পাতায় সমুজ্জ্বল ,
ভরা নিযুত-শতক ,     ঘৃণ্য বিশ্বাস ঘাতক      
            ছাড় পায়নি অসৎ খল ।


দুর্দিনের সে দুরাশা   জগৎ মাঝে হতাশা
          উজাড়িত কর্ম মাঠ-ঘাট ,
শ্মশান দৃশ্য অপার ,  বহ্নিতে ভরা তার
          বিপণীদের বিভীষিকা হাট ।
অজস্র হানাহানি,       ঘণঘোর রণারণি
           প্রবাহিত রুধির ধারা ,
সভ্যতার অপগুণ ,    রূপ মতি করুণ
           ম্মৃতিতে ইতিহাস ভরা ।


(ইং-১২-০৬-২০১৭)