বাণী অমৃত সমা ,   তোমাতে অশেষ জমা      
          পবিত্র নদী যেন ভাগীরথী ,
দানো সবারে সমান   ভরাও জ্ঞানে পরাণ
           তুমি যে উদ্ধারক সারথী ।


অজ্ঞনতা মেলায়   অদেখা অবহেলায় ,
         চাতকের ভরে না প্রাণ-
সম্মুখে ইতিহাস ধন,  যতন না সে রতন
           হয় না মোদের ত্রাণ ।
মুক্তির ঐ বাণী           সময়ে না মানি
           হয় অকর্ম নিষ্পাদন ,
বুকে বাজে কখনো      হৃদয়াঘাত যেন
         কত না যাতনা তড়পন্ ।


চলিছে গবেষণা         অজানারে জানা
         তুমি সত্য, কর্মে নির্ভুল ,
খুঁজে পেতে উৎস   ঘাঁটা গত ছাইভষ্ম
         দূষিতরে করতে নির্মূল ।
জাগ নব রঙে            মাত স্মৃতির সনে
         নীরবে সংগোপনে ধীরে ,
চলো আঁকা বাঁকা       টানো কর্মঠ রেখা
          আগের পিঁড়ির খাতিরে ।


তুমি সব বুঝে            দাও পথ খুঁজে
         পুনঃ কেহ ভুলটি না করে ,
কর ভুল সমাধান, মিটাও দ্বন্দ্ব ব্যবধান
       ইতিহাস সত্য, থাক অন্তরে ।


(ইং-১২-০৬-২০১৭)   (সমাপ্ত)