আমি তো মহাত্মা রামকৃষ্ণ নই
তাঁর শ্রীপদের ধূলিকণা বা কৈ ?
অভিশাপই আত্মবল, দুঃখ না মনে ,
হই না বিচলিত অপবাদ শুনে-শুনে ।


‘শীঘ্র আসুক তার সনে’, লোকে বলে ,
‘এক অসাধ্য ব্যাধি ! ধরুক গলে
কঠিন ব্যামোয় জীবন যাক চলে ।
পর নিন্দা গায় শুধু -জীবন ভর ,
সুকথা, সুবচন- কক্ষণো দেখি না তার ।
লিখে চলে জ্বালা-পোড়া সব সমাচার ;
ওর গলায় হোক মহাক্যান্সার !’


‘বাঘে ছুঁলে আঠারো ঘা’
‘পা’বে বাছা দুর্ভোগ ! জীবনে যা’-তা’ ;
জেলের ঘানি টেনে-টেনে, জীবনটা হবে শেষ
সে হয় মানবতার কলঙ্ক , ভাবনা ভরা বিদ্বেষ ।
সব মানুষকে ভাবে ভীষণ বোকা-বোকা ,
নির্বোধ !নেটে আজ সব জ্ঞান সবার জানা-শেখা !’


(১০-০৯-২০২৩)