মেষ, দলবেঁধে মাঠে মাঠে চরে
তারা মান্য করে দলনেতারে ।
মানুষও তাই, নেতার অনুগামী হয় ,
ঐকান্তিক ইচ্ছা নেতার হোক জয় ।


জনতার অভ্যাস, নেতা তোষণ
মোহিত হয় শুনে শুনে ভাষণ ,
সব ভোটকালে এ ধারা বয়  
যে নেতা যতো অসত্য বলে
তাকেই তারা দেবে জয় ।


আবহমান ধারাকাল একই চাল ,
নেতা যে পাতে মিহিসুতোর জাল ।
খাঁটি ঘিয়ে আবার হজমে জঞ্জাল  !
এই তো জীবন হাল ।
না পেয়ে আসল, খেয়ে খেয়ে ভেজাল ,
আজ জীবনটা ছন্নছাড়া- নাকাল !


(১৬-০৯-২০২৩)