স্বার্থ-খাতির, নেতা বিদূষক
করেন না অপপ্রচারে তাপ-শোক
অভ্যাসের দাস বলে কথা ,
জনমন ভুলাতে মাতেন নেতা ।


ভাষণে তিনি বিজ্ঞজন
লালসা ভরা ক্ষীর রন্ধন ,
এই বুঝি পাতে পড়ে !
আগ্রহী জনতার তৃষ্ণার্ত মন
পাওয়ার বড় আশা আঁখিজুড়ে ।


গোপাল ভাঁড়ের সে খিচুড়ি-
পাকছে হাঁড়ি মাচার পরে
অভ্যাসে বশিভূত জনতা ,
ভোটকালে আদিখ্যেতা
শুনে , উন্নতির ফুলঝুড়ি ,
আবাল-বৃদ্ধ-বনিতা
নাচে গায় কত স্ফূর্তি করি ।


(১৬-০৯-২০২৩)