শান্তারামের পান্তার স্বাদ
পাছ ছাড়ে না তার
জীবনটা তার কেটে গেল
মেলেনি অন্য আহার ।
দিনে দিনে থালার পান্তা
কমছে যেন বেশ ,
বোঝে না বিশেষ হালচাল
কোন দিকে যায় দেশ !
বলতে কিছু পারে না সে
সরল-নিরীহ মানুষ ,
রাতে নাকি রং-বেরঙ্গের
গগনে ওড়ে ফানুস ।
কমছে পান্তা, বিরোধে কথা
বলে না আগে বেড়ে -
মুখ ফসকে প্রতিবাদ হলে
লোক যে আসে তেড়ে ।
সবার কথা, বুদ্ধির যারা
সমৃদ্ধি দেশেতে বেশ ,
আজ এসেছে ‘আচ্ছা দিন’
নেই কো কোন ক্লেশ ।


(১২-১১-২০২২)