জীবন জ্ঞানে, প্রাধান্য ভরে বাঁচায় বুদ্ধি
মনে উদয় হ’ল কিছু বচন হতে শুদ্ধি ,
প্রাচীনে, জড়-জীবের বাস একত্রে সবে
তোমরা নর, অতি ক্ষুদ্রঅংশ এ ভবে ।


আমার উৎপত্তি তরে বদলায় যে নাম
আর কোথা কোথা সচল ছিল সে ধাম ,
আজ, তার কী রাখ কোন খবরা-খবর ?
আমি যে অতি প্রাচীন অনন্ত ও নশ্বর !
অজর-অমর একম, না ভিন্ন অদ্বিতীয়ম ,
তোমরা গড়ে তোল নানান রূপে ধরম ;
তুচ্ছ ভাবনা, কথা নিয়ে ছোট ও বড়ো
বিচিত্র ভেদ-জাল, প্রচুর করো জড়ো ।


এ সবের মূলে, প্রধান মান্যতা অঞ্চল
এ ধরা বিশাল, জানা-বোঝা নয় সরল ,
আদির সৃষ্ট সে নাম- যে যেমন বোঝে
তা’ নিয়ে গুরু প্রদত্ত নামে থাক মজে ।
কালক্রমে আমার নামে সম্পদ হরণ
নামের শক্তি ধরে বাধায় রণ অকারণ !
এমতঃ ঘৃণ্য বিচারে জ্বলে সমগ্র ধরা
এখনো তারই গ্রাসে দর্শন এ সসাগরা ;
বড়ো কষ্ট !আমা হেতু বাধে ফ্যাসাদ
বিভৎস সে কষ্ট ঘনায়, মানুষ্য আবাদ ।


  (২৭-০৬-২০২২)         (ক্রমশঃ)
খুবই জটিল কথার উপর এ কাব্য সিরিজ লেখা , ঈশ্বর নিয়ে লেখা কঠিন কাজ , তবে তার আশেপাশে বলতে চেয়েছি ,যদিও রূপক ভাবনায় বলা । কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয় , এ আমার নিজ মত ।