মনগড়ন কথা জুড়ে জুড়ে শাস্ত্র ভরে
মম অপব্যাখ্যা করা, কাজে নড়েচড়ে ,
ক্ষমতায় সমাজে প্রতিষ্ঠিত হ’তে তায়
আমার রংএ তারা নানা পরিবর্তন চায় !
পৃথিবীতে বুদ্ধিমান সবই মম সৃষ্ট মানুষ
ভুল স্বার্থ লোভে কত কত হারায় হুশ ,
এখান থেকেই উৎপত্তি দ্বন্দ্ব ও কলহ
কক্ষনো বলি না, মানুষ সে তুচ্ছ-হেয় ।
আমাকে নিয়ে বিভেদরোগ- মহাদোষ
কালে হবে নির্মূল এমতঃ অকারণ রোশ ,
এখনো রবি সে দেয় আলো সবে সমান
এর থেকেও কেন না বোঝা- মম মান ?


আমার কর্ম সমতা গুণধর্ম জাগরণ
না কিনা পক্ষপাতে অমঙ্গল আহরণ ,
সাকার- নিরাকারে আমার সমানে বাস
মঙ্গলে জীবকুলে যোগাই জীবন আশ ।
যে যেমনে চায় মম আস্থায় বিশ্বাস
আমার মঙ্গলধারা সদা সেথা প্রকাশ ,
যে যেভাবে করুক মম পূজা ও ধ্যান
ডাকাটা মূল্যবান, আদর ভক্তি মান ।


প্রভেদ করি না তারে ধর্মে মতি মন
সর্বজীব কীটপতঙ্গ সবই প্রিয়-আপন ।
আমাকে নিয়ে কর ভেদাভেদ খেলা
কর্মটুকু সারো মাত্র, আসলটুকু হেলা ।


  (২৭-০৬-২০২২)         (ক্রমশঃ)
খুবই জটিল কথার উপর এ কাব্য সিরিজ লেখা , ঈশ্বর নিয়ে লেখা কঠিন কাজ , তবে তার আশেপাশে বলতে চেয়েছি ,যদিও রূপক ভাবনায় বলা । কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয় , এ আমার নিজ মত ।