কোন বর্গে বা দলে, না কোন দৃষ্টি ভিন্ন
সবারে সমান যোগাই আলো জল অন্ন ,
এ সামান্য কথা কেন আসে না বোধে ?
কত অজ্ঞানতা মনেতে রয় দানা বেঁধে ।


আমাকে নিয়ে চলে কত রকম ব্যবসা
ঘৃ্ণ্য এ কর্মকাণ্ডে মনে জাগে হতাশা ,
দুষ্ট তারা চক্র চালায়, নিজ স্বার্থ বশে
ভুল যতো ব্যাখ্যা করে যা মনে আসে ।
আমি আমার জায়গায় অনড় ও অটল
বৃথা কত অকাজের ঘোলায় শুধু জল ,
এরও হবে সুরাহা উদয়ে বোধোদয়
আমার আমিতে পাব সে দিন সত্য জয় ।


বাসস্থান নয় যে আমার স্থায়ী মত ঘর
যে ডাকে, দেই সাড়া, কেহ নহে পর ,
কর্মে বিভেদ শূন্য , সমতায় মম মান
প্রতিটি প্রাণী জন্য কাঁদে ঈশ্বর প্রাণ ।


সবার বাঁচার আছে জগতে অধিকার
সবাই নিকট আপন- কেহ নহে পর ,
কর্মই সম্পদ মুখ্যগুণ জীব মঙ্গল নিয়ে
সহজে সে উপায় পায়, মম আস্থা জয়ে ।


ধর্ম করেও মন তার, যদি উড়ো- উড়ো
হিংসায় লিপ্ত যদি গোটা জীবন পুরো ,
ধর্ম ও কর্ম সব বৃথা, অসার হীন মনা
সর্বদা দূরে রাখি কাজে, এমতঃ জনা ;
পরক্ষতি, অত্যাচার মহাজঘন্য পাপ ,
এমতঃ আচরণ আমি করি নাকো মাপ ।


(২৭-০৬-২০২২)  
সুরাহা > ভাল উপায় , পথ ।      
খুবই জটিল কথার উপর এ কাব্য সিরিজ লেখা , ঈশ্বর নিয়ে লেখা কঠিন কাজ , তবে তার আশেপাশে বলতে চেয়েছি ,যদিও রূপক ভাবনায় বলা । কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয় , এ আমার নিজ মত ।