অনেক হল প্রভু প্রভু বৈচিত্র খেলা
সময় ঘনিয়ে আসে ডুবে যায় বেলা ।
প্রভু, তোমার মহিমা হ’ল না জানা
না দিলে প্রবোধ, বিশেষ সুষ্ঠু ভাবনা
যা কিছু জ্ঞাত, মানুষ্য নির্মিত সমন
তা নিয়ে আত্মজ্ঞানে ভরে না মন !
মৃত্যু দানেও কী পাব তোমার হদিশ ,
বাস্তবে কী স্বরূপ ! বল না জগদীশ ?


স্বপ্নে, দয়াময়, জানায় তাঁর মর্ম বাণী ,
শোন বৎস, এ বিশ্ব জগৎ তার কাহিনী ,
আমি কে ? আমাতে আমি নিজ- স্বয়ং
স্বতঃপরিপূর্ণ । একমেব- ন দ্বিতীয়ম্ ।


এখনো তোমাদের জাগে নি ঠিক জ্ঞান
না আছে মোরে জানার ক্ষমতায় মান ,
উপরে উপরে শোনা কথায় মাত্র জানা
তা’ নিয়ে আপসে বৃথা বিভেদ নানা ,
এ-ও এক রোগ, অকাল দুর্ভোগ
জানার আছে মহিমার নানা সুযোগ ।
তবু সে পথে না দিয়ে সময়ে পাড়ি
বৃথা মার-কাট, ভিন্ন মত দিশা ধারী-
আমাকে নিয়ে অবুঝ কত আস্ফালন
কেন হবে ভেদাভেদে, এমত মন ?


এ নয় কী হেয় করা- আমার বিচার
হাঁটিতে শিখে শিশু যেমন প্রতিবার
পথ মাঝে কেবলি সে খায় আছাড় ,
হাঁটায় দেখি না তার বিশেষ বিরতি
একদিন কর্ম গুণে ফেরে তার মতি ।
প্রকৃত জ্ঞান লাভে চিন্তা করো তার
কেন কর বৃথা চিন্তা যার না আধার ?


  (২৭-০৬-২০২২)         (ক্রমশঃ)
খুবই জটিল কথার উপর এ কাব্য সিরিজ লেখা , ঈশ্বর নিয়ে লেখা কঠিন কাজ , তবে তার আশেপাশে বলতে চেয়েছি ,যদিও রূপক ভাবনায় বলা । কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয় , এ আমার নিজ মত ।