আমাকে নিয়ে ঈশ্বর কর্ম সমালোচনা
এ শুধু মূর্খতা অজ্ঞানীর নিছক বাচালতা ।
আমি যে সকলের রক্ষক দয়ার প্রভু
তোমরা সে শক্তি কম আঁক কভু-কভু ,
কেহ পারে না আমাকে করতে ক্ষতি
না দিশা দানে সক্ষম কোন ভিন্ন মতি ,
কারো তোষামোদে না কোন পথ ভ্রষ্ট
না ক্রোধে, কারো করি ধ্বংস-অনিষ্ট ।
এমত ক্ষুদ্র চিন্তা কেন ঈশ্বর প্রতি মন ?
ধর্ম পক্ষপাতপুষ্ট, ভক্তই আমার শরণ ।
ঈশ্বর নেয় সর্বজীবে, সর্বমঙ্গলে যতন
শুনতে কটু তবু এ বাণী সত্য ভূবন ।


যে যেভাবে ডাকে করে মোর আরাধন
না মম চিন্তন বৃথা বিভেদে অকারণ ।
অমৃতের সন্তান জগৎ শ্রেষ্ঠ জীব নর ,
তাঁকে দেই শ্রেষ্ঠ আসন- আমি নটবর ।
এই মানুষ আমাকে কত ধারায় বাটে
এও বৈচিত্র খেলা মনুষ্যকুলেও বটে !
মূলে, আমার নামে নানা স্তর-পদ সৃষ্টি
তার জন্য বিভেদ টেনে সৃষ্ট কত কৃষ্টি ।
এজন্য কমতি ,অনুভূবি মম সত্য মান
ধর্মে কত দেখে, সম্প্রদায়ী বিভেদ স্থান ।


  (২৭-০৬-২০২২)         (ক্রমশঃ)
খুবই জটিল কথার উপর এ কাব্য সিরিজ লেখা , ঈশ্বর নিয়ে লেখা কঠিন কাজ , তবে তার আশেপাশে বলতে চেয়েছি ,যদিও রূপক ভাবনায় বলা । কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয় , এ আমার নিজ মত ।