চাই না কারো বুকে পাথর সম ভারী
না নিশ্চুপ কবরের জড় শবদেহ সারি ,
জাগাতে চাই জগতে আধুনিক জ্যোতি
চাই না অপকর্মী আমাতে ন্যাস্ত মাতি ।
অন্ধ আস্থা-বিশ্বাসে কখনো মূল্য হ্রাস
দানা বাঁধে তুচ্ছ অন্যায়, অবিচার সন্ত্রাস !


কোথাও বলি না আমি “তুমিই” মাত্র শ্রেষ্ঠ
অন্যকেও আদরে রাখি হেফাজতে যথেষ্ট ।
সংসারে একমাত্র আমার রূপ মহত্ত্ব সার
যথায়, যে যেমন ডাকুক ইচ্ছে যে তার ;
কম বেশী হতে পারে আদর আপ্যায়ন -
আগে কর্ম সার, পরে ঈশ্বর চিন্তনে মন ।


আচরণে গুণী যে জন, সদা মোর প্রিয়
আমার সান্নিধ্য লাভে, স্থান তাঁর শ্রেয় ।
এ নয় !কর ভুল, পেয় না মোটে ভয় !
জেনে শুনে ভুল করে আস্থায় পাবে জয় ?
এমত বিচারে হৃদয়-মন হয় না শুদ্ধি -
আগে তার পাপের ঘড়া- হয় যে বৃদ্ধি ।


(২৭-০৬-২০২২)          সমাপ্ত ।
সারি > সমস্ত । হেফাজতে > রক্ষার্থে ।
খুবই জটিল কথার উপর এ কাব্য সিরিজ লেখা , ঈশ্বর নিয়ে লেখা কঠিন কাজ , তবে তার আশেপাশে বলতে চেয়েছি ,যদিও রূপক ভাবনায় বলা । কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয় , এ আমার নিজ মত ।