দু’সপ্তায় হয় গাজায় দম
গোটাকাল, শনি ও সোম ;
ভরছে দম মারণ বোম ,
মানুষ মারা হয় না কম !


গাঁজা ও করে কত অচেতন
না বুঝে নিলে মনের মতন ;
শিবঠাকুরও ভরেন দম
গাঁজায় সিদ্ধি, জয়ী যম ।


রিফুজী জানে কষ্ট কি !
তারা যে বড়ো ভুক্তভোগী ;
গাজাটেনে—বিশ্বমাতব্বর
সিদ্ধান্তহীন কত আড়ম্বর !


হে প্রভু ! কর কম ,
গাজা নিয়ে আর না দম !
কল্কের আগুন বেজায় জ্বলে ,
বোবাও বলে, বিরোধ ছলে ।


(২২-১০-২০২৩)
গাজা > স্থান বিশেষ । গাঁজা > মাদক পদার্থ ।
যম > মৃত্যু ।
গাজাটেনে > গাজাকে উপলক্ষ্য করে , কেন্দ্র করে ।


****এখানে গাঁজায় যেন সবে মানবতা ভুলে গেছে, গাজা নিয়ে তাই মানবতা তারতার !!