শকুনি মামার সে পাশার চাল
বোধগম্য হয় করলে খেয়াল ,
পূর্বেই কত বড় চক্রান্ত করা হয়
এ যে রাজনীতির ক্রূরতম খেলা
একটা সাম্রাজ্য গড়ে ও লয় ,
এ খেলার চাষ চলে মেলা ।


মহারথী ধনুর্ধর গুণী-বিজ্ঞজন
বুঝেও এ বিষাক্ত খেলায় মগন !
পাশা খেলে ঈশ্বর তুল্য দেবগণ  
সর্ববিদিত কত না মহা-পতন ।


রাজনীতির এ খেলায়-- একাল
এক এক মহারথী তারাও বেতাল ,
হয় নি দৃশ্য কোনরূপ পরিবর্তন
শতগুনে আছে তারও প্রচলন ;
এ যে কর্মে-ধর্মে শোষণে মন
দেখি, বিচারধনী সে নেতাগণ ।


(০৮-০৩-২০২৩)