ভাণ্ড কানায়-কানায় ভরা, নেই খালি !
বড় নিশ্চিন্ত ,আত্মতৃপ্তি,সব সমাধান
আপাততঃ চাই না আগে কারো দান ,
ভরাভাণ্ডে অধিক হলে হয় জলাঞ্জলি ।


যদিও জ্ঞান-সম্পদ গচ্ছিত, প্রচুরপনা
তবুও হঠাৎ আবেগে মন মাতায় চমকে
জাগে সুপ্ত বাসনা , যা দেখা সম্মুখে
মন অপ্রাপ্তিবশ নবতে হয় অনুশোচনা ।


ঘরের বাঁশঝাড়ে অঢেল রকমারি বাঁশ -
কত নেবে পুষিয়ে তার দরকারী লাঠি
কিন্তু চাই মেলার নক্সা আঁকা রংচং যষ্ঠি ,
মনোবাঞ্ছাকল্পতরু ,সেথা মেটে না আশ ।


তাই, “ভিন্ গায়ের মধুসূদন
স্বগ্রামে মেধো” ,
মুশকিল ! অহং ভাণ্ড পূর্ণ-ভরা যখন ,
জ্ঞানবারি হয় না ভরা, শ্রাবণে বা ভাদো ।


অভেদ্য প্রচীর, চতুষ্পার্শ্ব অজানায় যতন
যদিও সেধে দেওয়া জ্ঞানে, তুচ্ছ মনন ।
থাকলে ভরাভাণ্ড এমনি রকমারি গুণ
ভুলে যায় মনুষ্য ধর্ম , দানে প্রাপ্তি নুন !


(ইং-২৮-০১-২০২০)