ভরাপেট ,ভাল শুনলে জ্বালা
গলায় পরা, সুখের মালা ,
যেন ছুঁচোবাজি ,অসতে মন
অপগুণ ঠাঁসা, ছোটে ভীষণ !
পর-ক্ষুধা, আপদ- বিপদ
এত জানা কি তার দরকার ?
দৃষ্টি আকর্ষণ সৎ তামশায়
লুটের ধান্ধা ভরা মাথায় ।


অতি সেয়ানা- ধূর্ত সে জন্য
উপরে বোকা-বোকা অকর্মণ্য,
ঘরভরা আছে বাঁচার রসদ
মনুষ্যত্ববোধ ন্যায় অন্যায়
জীবনবোধ সব করে বর্বাদ,
ভরাপেটে সবই উবে যায় ।
যদি কিনা সে অটুট স্রোত
ঘুষ-চুরি-লুণ্ঠন,আরো পায় !


রূপ-চেহারায় চমকে মোড়া
শান্ত, ভিজে বেড়াল যেন তারা ,
ভরাপেটে এমনি ভাবে ভরা
আগে বসতি করে, মুড়ো-নেড়া ।


(০৮-০৪-২০২৩)