স্বতঃস্ফূরণ প্রাধান্য পায় মনুষ্য প্রবৃত্তি
মনোবাঞ্ছা, স্বাধীনচেতা চায় অভিব্যক্তি ,
কালে পরাধীনতার কবলে বদ্ধ ফাঁদে
বিপাকে পড়ে শুধু অভিব্যক্তি কাঁদে ,
মনঃমাঝে এক ঘুটন রুদ্ধশ্বাস অতি
অব্যক্ত কথা ব্যথাঘন মনের আকুতি ।


বিনা অভিব্যক্তি ইচ্ছেরা মনমরা সং
খর্ব উজ্জ্বলতায় আশাঘন সে রংধনু রং ,
মনের জমা অপরিমাপ কালিমা যতো
অভাবে অভিব্যক্তি মনে ভরে তেতো ,
পরাধীনতার আবর্তে বাস কষ্টতে রাত
যন্ত্রণায় পিষ্ট, অমঙ্গল দুঃস্বপ্ন- অগাধ ।


অভিব্যক্তি প্রকাশে , স্বাধীনচেতা মন
হজারো কষ্টেও  থাকে সুখে সে জন ।
হৃদ মাঝে পাথর চাপা ভাবনা- মোহ
যেন নদীজলে গভীরে ডুবছে অহরহ ।
হেনস্ততা, সুস্থতায় শ্বাস নিতে প্রবল
পরাধীনতার ব্যধিজ্বরে ভোগান্তি কেবল ,
কারণ বা অকারণ পরশত্রু হয়ে বেড়ি
আর্তর অভিব্যক্তি অকারণ নেয় কাড়ি ।


বিনা দোষে চাপানো জুলুমের পাহাড়
তিলে-তিলে মরা যেন জীবন সংহার ,
শান্তির ঘরে বিবেকবোধ বাড়ায় চিন্তা
কখনো গড়ে ওঠে নিজেই নিজ-হন্তা ।


(ইং-১৭-০১-২০১৯)