বয়স ভারে ব্যাঘ্র, সে বৃদ্ধ-দুর্বল-
হরিণের পিছু ধাবিতে যে অচল ;
উদরে দানার, যোগাড় তো চাই-
শেষে, আস্থার উপায় ধরা তাই !


ধর্মের নামাবলি- জড়িয়ে শরীরে ,
সবারে ডাকে, দু’হাত জুড়ে ৷  
“আমি এখন, অথর্ব -জরাগ্রস্ত -
পর-সেবাতে, প্রাণ যে ন্যস্ত ,
নিয়ে যাও, মোর গচ্ছিত সোনা-
ওগো, আমার আপন -জনা ৷”

মনি কাঞ্চন যে লোভের জড়-
বিপদ সৃষ্টির সে আঁতুড় ঘর !
স্বর্ণ মলেনা, কক্ষনো কপালে -
প্রাণ যায় বুঝি, বাঘের কবলে !


সমাজের বুকে- নিত্য ধারা -
ফাঁদে পড়ে, কাঁদে বেসহারা !
ভরা দেশময়, বিচিত্র ছল -
বিছানো আছে অদৃশ্য জাল !
সেথা ধরা পড়ে, রোজ-রোজ ,
কত নিরীহ, অকালে নিখোঁজ !


চাহিদা যেখানে- প্রচুর অতল -
লোভ আগত, সময়ে প্রবল !
উচ্ছৃঙ্খল আসে, বাঁধভাঙা জল -
মরে দলে-দলে, অজস্র সরল  !


আচরণে কেহ পোষে না ভ্রান্তি -
সবার যাচনা, অটুট শান্তি ৷
এত জেনেও করছে খেলা ,
জীবনে পোষা, লোভ যে মেলা !


০৯-০৮-২০১৭)