মানুষের ভালোবাসা সুখস্বপ্ন-নীদ
তাই, ছাড়ে না প্রিয়বিছানা-ভিত ,
যেন ভোরে ওঠা তার শক্ত মানা
চায় গভীর ঘুম শান্তিতে একটানা ,
সুখ তরে তারও রীত আছে জানা
সে একান্তে বসে ভাবে ভাবুকপনা ।


জগৎ হৈচৈ-ফেলে, তাচ্ছিল্য করে
মানুষ নির্ঝঞ্ঝাট সুখ চায় মন ভরে ,
একান্ত শান্ত চিত্তে শান্তিতে যতন
চায়, নীরব শব্দহীন বসোবাসে মন ।
কতশত নাম লেখায় স্বোৎসাহে
বহুর সাধ যাবে তারা মঙ্গল গ্রহে ।
এর পিছে লুকায়িত আছে কারণ
কথাটা প্রকাশে এখন শক্ত বারণ ;
তাই যদি সত্যকার শান্তির লক্ষ্য  
কেন ডিজে তেজ বাজাবে প্রত্যক্ষ ?


(ইং-১৬-০১-২০১৯)
***ডিজে তেজ > উঁচু আওয়াজে ডিজে বাজানো ।
কোন এক কোম্পানী অল্পব্যয়ে তারা মঙ্গলে লোক পাঠাতে চায়, সেখানে হাজারে হাজারে লোকে যাওয়ার জন্য স্বেচ্ছায় মত জাহির করে নাম লিখিয়েছে ।