রান্ধনী ভাল-উত্তম , রন্ধনে করে নাম
তার জোগাড়দার ঘামে করে স্নান,
কি নাই রকমারি মশলার পরিমাণ  !
অঢেল তেল, ঘি ,গ্যাসের উনুন
সুরম্য সাজানো রন্ধনশালা ,
সাহায্যকারী মাসী, তাও আছেন মেলা
নাম হয় রাঁধনীর !
যেমন আগে পিছে জনতা করে ভীড় ?
ধনাঢ্য শাসক-সককার ,
বাহ ! বাহ ! রব ওঠে ,জনতার -
অভূতপূর্ব সুখ্যাতি মেলে তার ।
যদিও গবীর, হালে পায় না পানীয় নীর !
গরীবের ডাঁটা-চচ্চড়ি ,
খেয়ে ঢেঁকুর তোলে , বাঃ ! কি আহামরি !
আহার জোগাড়ে পোছে ঘাম ,
শেষে গায়ও সুখে প্রভুনাম ।


পুঁজিশূন্য বিরোধ পক্ষের নেতা ,
যতো থাক না কেন কর্মশুদ্ধতা -
জনতার ভাঙে না ঘুম
তাকে নিয়ে কেউ মচায় না ধুম ।
সৎ-কর্মী, শুদ্ধ নেতা ভোটে
কপালে, খালি বাস্ক-ব্যালেট ,
কখনো বুকে জোটে বুলেট ।


(১৭-০৪-২০২৩)
ধুম মচায় > আনন্দে -উৎসবে মশগুল ।