ধৃতরাষ্ট্রের শত-(কোটি) কর্মঠ পুত্র ,
ধরে মহাশক্তি হইলে একত্র !
তার পিতা জানায়, কৈ স্বর্গের সিঁড়ি !
নয় তো পুষ্পরথ আন, তাড়াতাড়ি ?
মোর বাঞ্ছা, সশরীরে স্বর্গে যাবার
শক্তিধর পুত্রের দয়ায় হইব পার ৷


সব বিদ্যমান ,রথ, সিঁড়ি, দুর্দিন -
বাস্তবে এমন চিন্তা-ভাবনা, অর্থহীন !
আর, অধিক, ভাবাটা- অনাচার ,
অতি আশা অহিত বিচার ৷


দেশে সম্পদ বিদ্যমান, রাশি-রাশি ,
শধু অপচয়! করিয়া দর কষাকষি ;
অভাব শুধু , কলম ও মসি -
দেয় না সুষ্ঠু ধরা, খবরে আসি !
চাই মসিজীবী মাতুক হয়ে আত্মহারা !
পবিত্র মাতৃভূমি হোক হরা ভরা ৷


সময়ে আজগুবী গালগল্পে -
মন ভরে যায় অতি অল্পে !  
যারা দুঃখী তারা হয় ক্ষয় ,
সরকারী ভঁপু বলে, জয়-জয় !!


(ইং-২৫ ০৫ ২০১৭)
এখানে ধৃতরাষ্ট্র =রাষ্ট্র মুখিয়া ৷
শতকোটি= দেশবাসী, (পুত্র, -উপমা মাত্র ৷)
যাঁরা উক্ত নামে আস্থাবান, ক্ষমা করিবেন ৷